Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Cycle giving ceremony among SSP netrokona Inmate's
Details
নেত্রকোনা জেলা শহর থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত সরকারি শিশু পরিবার নেত্রকোণা। প্রতিষ্ঠান থেকে ছেলেদের স্কুল কলেজে যাওয়া এবং কোচিংয়ে যাওয়ার ক্ষেত্রে যাতায়াতের জন্য যানবাহন সমস্যাটা দীর্ঘদিনের। নতুন জেলা প্রশাসক নেত্রকোণা জনাব কাজি মোঃ আবদুর রহমান মহোদয় প্রথম ভিজিটে প্রতিষ্ঠানে আসলে সমস্যাটার কথা গুরুত্বের সাথে তুলে ধরা হয় প্রতিষ্ঠানের পক্ষথেকে । জেলা প্রশাসক মহোদয় নিবাসীদের সমস্যাটা বুঝতে পেরে তা সমাধানে আন্তরিক ভাবে বিবেচনায় নিয়েছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন মহোদয়ও সর্বদা আন্তরিকভাবে এই বিষয়টি দেখে এসেছেন। অবশেষে তাদের আন্তরিক প্রচেষ্টায় ছেলেদের জন্য সাতটি সাইকেলের ব্যবস্থা হলো। আজ সম্মানিত জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান মহোদয় ছেলেদের হাতে সাইকেল গুলো তুলে দেন। ছেলেদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে ছেলেদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Images
Attachments
Publish Date
09/11/2020
Archieve Date
09/11/2022