Title
annual sports and cultural programme is held in ssp netrokona
Details
সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণা এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মনির হোসাইন মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, নেত্রকোণা জনাব মোঃ আল আমিন হোসাইন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন মহোদয়। ছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সরকার নাসিমা মহোদয়, বীর মুক্তিযোদ্ধা ও রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুর রশিদ, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব মুখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ। প্রতিষ্ঠানের শিশুরা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।