Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
winter cake festival is held in ssp netrokona
Details


সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণায় আজ শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। শিশু পরিবারে বসবাসরত শিশুদের পিঠা খাওয়ার আনন্দ এবং মানসিক সাংস্কৃতিক উৎকর্ষ সাধনের জন্যে এই আয়োজন করা হয়। এর মাধ্যমে নিবাসীরা অনেক ধরনের পিঠার সাথে পরিচিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা  জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস মহোদয়।  এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় নেত্রকোণার উপপরিচালক জনাব মোঃ শাহ আলম, রৌহা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম বাতেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকগণ এবং অন্যান্য অতিথিগণ। প্রায় ১১ জাতের পিঠার সমাহার ছিল এই পিঠা উৎসবে যা ছেলেদের অনেক আনন্দিত করে। পিঠা খাবার শেষে ছেলেদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছেলেদের পাশাপাশি গান পরিবেশন করেন  শিল্পী মোঃ মোজাম্মেল ফকির।

Attachments
Publish Date
28/12/2024
Archieve Date
31/01/2026