Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Eid ul fitre is held in ssp netrokona
Details

ঈদ মানেই আনন্দ। রমযানের রোজার শেষে সরকারি শিশু পরিবার নেত্রকোণার শিশুদের হৃদয়ে নিয়ে আসে এক অনাবিল আনন্দ। ঈদের আনন্দ। হাতে মেহেদি লাগানোর মধ্য দিয়ে একদিন আগেই শিশুদের শুরু হয়ে যায় ঈদুল ফিতরের আনন্দ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণা এর ছেলেদের সকালে সেমাই রুটি খাওয়ানো হয়। শিশুরা গোসল করে নতুন জামা কাপড় পরিধান করে আতর সুরমা লাগিয়ে নামাযে আসে৷ ছেলেদের নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগন সহ ঈদের নামায আদায় করা হয়। নামায শেষে শিশুদের সাথে কুশল বিনিময় করা হয়।  দুপুরের শিশুদের  উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। খাবারের আগের সময়টায় শিশুদের নিয়ে বিভিন্ন লোকেশনে ছবি তুলে অত্যন্ত আনন্দঘন একটা সময় অতিবাহিত করা হয়। বিকালে নিবাসীদের মাঝে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ঈদের আগের নিবাসীদের ঈদের নতুন জামা কাপড় শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, চামড়ার জুতা, বেল্ট, টুপি ইত্যাদি  প্রদান করা হয়। 

Attachments
Publish Date
11/04/2024
Archieve Date
23/10/2025