Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Stipend distribution among ssp boys is held
Details


সরকারি শিশু পরিবার নেত্রকোণার সাবেক ও বর্তমান ০৯ জন নিবাসীর মধ্যে  ০৭-০২-২০২৩ খ্রি. তারিখে ২০২২-২৩ অর্থ বছরের প্রথম ৬ মাসের নির্ধারিত অর্থ বাবদ  মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়। নিবাসীদের হাতে মেধাবৃত্তির চেক তুলে দেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয়। চেক বিতরণ অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান মানিক মহোদয় , অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ফখরুজ্জামান জুয়েল মহোদয়।  সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন মহোদয়। ০৫ জন উচ্চতর স্থরে পড়ুয়া নিবাসীর প্রত্যেককে  ১৫,০০০ টাকার করে চেক এবং ০৪ জন উচ্চ মাধ্যমিক স্থরে পড়ুয়া নিবাসীর প্রত্যেককে ৬০০০ টাকার চেক সর্বমোট ৯৯,০০০ ( নিরানব্বই হাজার) টাকার চেক বিতরণ করা হয়।

মেধাবৃত্তি প্রাপ্ত নিবাসীদের তালিকাঃ 

১. ওমর ফারুক জেমস-১৫,০০০ টাকা

২. ইলিয়াস আল হাসান-১৫,০০০ টাকা

৩. কবির আহমেদ-১৫,০০০ টাকা

৪. মিনহাজ খান রাফাত-১৫,০০০ টাকা

৫. সাকিব মিয়া- ১৫,০০০ টাকা

৬. মোঃ ওমর ফারুক -৬০০০ টাকা

৭. মোঃ অসীম মিয়া- ৬০০০ টাকা

৮. মোঃ নুরুজ্জামান -৬০০০ টাকা

৯. মোঃ রিমন মিয়া- ৬০০০ টাকা। 

নিবাসীদের পড়াশোনা ও পুনর্বাসনের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তর এই মেধাবৃত্তির অর্থ বরাদ্দ দিয়ে থাকে। 

Attachments
Publish Date
08/02/2023
Archieve Date
08/02/2024