Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
kuran recitation and hamd nat competition is held in ssp netrokona
Details

পবিত্র মাহে রমযান উপলক্ষে সরকারি শিশু পরিবার নেত্রকোণার আয়োজনে প্রতিষ্ঠানের নিবাসীদের নিয়ে প্রথমবারের মতো ১৫ তম রোজায় কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন মহোদয় এবং সম্মানিত বিচারকমন্ডলী। 

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ও হামদ নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ১০০০ টাকা, দ্বিতীয় অর্জনকারীকে ৮০০ টাকা এবং  তৃতীয় স্থান অর্জনকারীকে ৭০০ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই পাঞ্জাবি উপহার দেওয়া হয়।  

নিবাসীদের কুরান শিক্ষায় শিক্ষিত এবং  অনুপ্রাণিত করতেই মুলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।


Attachments
Publish Date
08/04/2023
Archieve Date
24/06/2025