আজ সরকারি শিশু পরিবার নেত্রকোণার ছেলেদের নিয়ে বার্ষিক বনভোজনের উদ্দেশ্য প্রথমেই যাওয়া হয় মোহনগঞ্জ পৌর শিশু পার্কে। সেখানে মনোরম পরিবেশ ও বিভিন্ন রাইডে চড়ে শিশুরা অনেক আনন্দ উপভোগ করে। বার্ষিক বনভোজনের দ্বিতীয় গন্তব্যস্থল ছিল মোহনগঞ্জ এর শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র। অত্যন্ত সুন্দর এই সাংস্কৃতিক কেন্দ্রটি দেখে ছেলেরা অনেক খুশি হয়। সর্বশেষ গন্তব্যস্থল ছিল মোহনগঞ্জ হিজল বাগান। সেখানে ছেলেদের নিয়ে মধ্যাহ্নভোজন করা হয়। মধ্যাহ্নভোজ শেষে খেলাধুলার আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে পুরষ্কার বিতরণ এবং লটারির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন মহোদয়, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব হাফিসা জেসমিন মহোদয়, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রফিকুল ইসলাম মহোদয়, মোহনগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদারসহ সরকারি শিশু পরিবার নেত্রকোণার কর্মকর্তা কর্মচারীগণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS