পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি শিশু পরিবার নেত্রকোণা এর ছেলেদের মাঝে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, আযান ও হামদ নাত প্রতিযোগিতা অদ্য ২৮-০৩-২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত এর দুইটি গ্রুপ এবং আযান ও হামদ নাত মিলে মোট ৩২ জন নিবাসী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। দীর্ঘ দিন ধরেই এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি চলছিল। আজ তার ফাইনাল অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ বিচারক মন্ডলী দ্বারা বিচারকার্য সম্পাদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মো আলাল উদ্দিন মহোদয় এবং সহকারী পরিচালক জনাব মো: রফিকুল ইসলাম মহোদয়।
আজ অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় চেকের মাধ্যমে যাতে পুরস্কারের টাকা দিয়ে তারা কোন কাজে লাগাতে পারে। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম পুরস্কার ৭০০ টাকা, ২য় পুরস্কার ৬০০ টাকা এবং ৩য় পুরস্কার ৫০০ টাকা করে দুইটি গ্রুপের ৬ জনকে এবং আযান ও হামদ নাত প্রতিযোগিতায় ১ম পুরস্কার ৬০০ টাকা ২য় পুরস্কার ৫০০ টাকা, ৩য় পুরস্কার ৪০০ টাকা করে দুইটি গ্রুপের ০৬ জনকে প্রদান করা হয়। মোট ৩২ জন ছেলে অংশগ্রহণ করে ১০ জন পুরস্কার পেলেও বাকি ২২ জনকে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মো আলাল উদ্দিন মহোদয় সবাইকে ১০০ টাকা করে শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন৷ গত বছর রমজান মাসে প্রথমবার এই অনুষ্ঠান শুরু করা হয়েছিল। এ বছরের ন্যায় প্রতি বছরই এই আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS