Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Annual Evaluation award ceremony of ssp boys is held
Details

সরকারি শিশু পরিবার নেত্রকোণার নিবাসীদের ২০২২ সালের বিভিন্ন ক্যাটাগরিতে বার্ষিক মুল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সেরাদের হাতে ক্রেস্ট তুলে দেন নেত্রকোনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন সহ সহকারী পরিচালকগণ, জেলার সকল সমাজসেবা কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,  মিডিয়ার প্রতিনিধিগণ।  

২০২২ সালের নির্বাচিত সেরাদের তালিকাঃ 

১. সেরা পরিবার-২০২২ঃ মেঘনা পরিবার (৩য় ফ্লোর) 

২. বেস্ট বয় অব দি ইয়ার-২০২২ঃ মোঃ দোজাহান মিয়া

৩. সেরা দায়িত্ববান নিবাসী-২০২২ঃ মোঃ ইমন মিয়া

৪. সেরা সুশৃঙ্খল নিবাসীঃ মোঃ নুরুজ্জামান 

৫. সেরা পাঠক-২০২২ঃ মোঃ অপু মিয়া

৬. সেরা প্রশিক্ষণার্থী-২০২২ঃ মোঃ আকাশ মিয়া 

৭. সেরা আইসিটি পারদর্শী -২০২২ঃ মোঃ অসীম মিয়া

৮. সেরা মেধাবী (প্রাথমিক)-২০২২ঃ লিয়ন হাসান সৌরভ

৯. সেরা মেধাবী (নিম্ন মাধ্যমিক) -২০২২ঃ মোঃ রাকিবুল ইসলাম 

১০. সেরা মেধাবী ( মাধ্যমিক)  ২০২২ঃ মোঃ জাকারিয়া ইসলাম বিদ্যা

১১. পি.টি. অধিনায়ক-২০২২ঃ মোঃ ওমর ফারুক 

১২. পি.টি. সহ অধিনায়ক ঃ মোঃ ইমরান 

২০২২ সালের সকল সেরাদের জেলা প্রশাসক মহোদয় সহ উপস্থিত সকল অতিথি অভিনন্দন জানান।

Attachments
Publish Date
07/02/2023
Archieve Date
07/02/2024