শিরোনাম
সরকারি শিশু পরিবার নেত্রকোনা এর ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
বিস্তারিত
সরকারি শিশু পরিবার নেত্রকোনা এর ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভা জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে সরকারি শিশু পরিবার নেত্রকোনার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সম্মানিত সদস্য জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন, উপতত্ত্বাবধায়ক জনাব তারেক হোসেন, মহিলা পরিষদ নেত্রকোনা এর সাধারণ সম্পাদক তাহেজা বেগম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব মোঃ মুখলেসুর রহমান প্রমুখ। জেলা প্রশাসক মহোদয় সরকারি শিশু পরিবার নেত্রকোণায় এসে ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেওয়ায় স্যারের প্রতি সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যবস্থাপনা কমিটির সভায় প্রতিষ্ঠানের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।