Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকারি শিশু পরিবার নেত্রকোনায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন শিশুদের ভিটামিন সি জাতীয় খাবার দেওয়া হচ্ছে
বিস্তারিত
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি শিশু পরিবার নেত্রকোনায় শিশুদের সচেতনতা বৃদ্ধির জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিশুদের সুরক্ষার জন্যে প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে লকডাউন করা হয়েছে। অর্থাৎ বাহিরের কাউকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এবং ভিতর থেকেও কোন শিশুকে বাহির করা হচ্ছে না। করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে আলোচনার মাধ্যমে প্রতিদিনই শিশুদের সচেতন করা হচ্ছে। শিশুদের তাপমাত্রা মেপে রেজিস্ট্রার করে রাখা হচ্ছে। প্রতিষ্ঠানের একটি রুমকে হোম কোয়ারেন্টিন হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিষ্ঠানের নিবাসীদের থাকা, পড়ার এবং খাওয়ার রুম গুলো ধৌত করা হচ্ছে। পুরো প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করা রাখা হচ্ছে নিয়মিত। শিশুদের নিয়মিত কাপড় ধোয়া বিছানাপত্র ধোয়া এবং প্রতিদিন গোসল করা এবং বার বার সাবান দিয়ে হাত ধোয়ার কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যে তাদের নিয়মিত লেবুর শরবত, কমলা, সিভিট ইত্যাদি খাওয়ানো হচ্ছে। সকল শিশুকেই ব্যবহারের জন্যে মাস্ক প্রদান করা হচ্ছে। শিশুদের দায়িত্বে নিয়োজিত স্টাফ এবং বড় কিছু নিবাসীদের হ্যান্ড গ্লাভস দেওয়া হয়েছে। শিশুদের বোরিং দূর করার জন্য বিভিন্ন ইনডোর গেমসের আয়োজন করা হয়েছে। শিশুরা প্রতিদিন দল বেধে নামায আদায় করছে এবং নামায শেষে মানব জাতিকে ভয়াল করোনার হাত থেকে রক্ষার জন্যে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করছে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/04/2020
আর্কাইভ তারিখ
04/03/2021