সরকারি শিশু পরিবার নেত্রকোণা কর্তৃক আজ "নিবাসীদের শিক্ষা ও প্রশিক্ষণের মান উন্নয়ন করনীয়" শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. মনির হোসেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন। আরো সেমিনারে অংশগ্রহণ করেন নেত্রকোণা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল খালেক তালুকদার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এর অধ্যক্ষ জনাব পিযুষ কান্তি রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাহাবুবুল আলম খাসনবীশ , জনাব মোঃ রফিকুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার জনাব মামুনুর রহমান, রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রশিদ, দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, কুমড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ, অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং ছেলেরা। সেমিনারে আলোচক এবং অংশগ্রহণগণ আলোচ্য বিষয়ের উপর আলোচনায় অংশ নেন। বিস্তারিত আলোচনা শেষে সেমিনারে নিবাসীদের শিক্ষা ও প্রশিক্ষণ মান উন্নয়নের ক্ষেত্রে ২০ টি প্রস্তাবনা ও সুপারিশ গ্রহণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস