সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণা এর ছেলেদের নিয়ে গজনী অবকাশ কেন্দ্র, শেরপুরে বার্ষিক বনভোজনে ভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়। ছেলেরা অত্যন্ত আনন্দ সহকারে গজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করে এবং ছবি তুলে। বনভোজনে নিবাসী এবং ককর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল র্যাফেল ড্র। এই সময়ে ছেলেদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করে। দুপুরে ছেলেদের মাঝে বিশেষ মানের খাবার পরিবেশন করা হয় যা পিকনিক স্পটেই রান্না করা হয়। বার্ষিক বনভোজনে আমাদের ছেলেদের এই আনন্দঘন মুহুর্তে অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সম্মানিত পরিচালক (উপসচিব) জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মহোদয়, সম্মানিত অতিরিক্ত পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ জনাব দেবাশীষ সরদার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেরপুর, মোসাঃ হাফিজা জেসমিন মহোদয়, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নেত্রকোণা জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়, সমাজসেবা অফিসার জনাব মোঃ মোন্তাসির বিল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার, ঝিনাইগাতী, শেরপুর সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস