সরকারি শিশু পরিবার নেত্রকোণা কর্তৃক আয়োজিত নিবাসীদের শিক্ষা ও প্রশিক্ষণের অগ্রগতিতে করণীয় শীর্ষক সেমিনার আজ সরকারি শিশু পরিবার নেত্রকোণায় অনুষ্ঠিত হয় । সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সম্মানিত পরিচালক ( উপসচিব) জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মহোদয়। আলোচক হিসেবে ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব তাপস ফলিয়া মহোদয়, জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মো: আলাল উদ্দিন মহোদয়, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মো: আলী হায়দার ভুঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মহোদয়। সেমিনারে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, নিবাসী, বিভিন্ন স্কুল প্রধান ও অন্যান্য অংশীজনগণ অংশগ্রহণ করেন। নিবাসীদের শিক্ষা ও প্রশিক্ষণের মান উন্নয়নে সেমিনারে বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস