আজ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারিতে সরকারি শিশু পরিবার নেত্রকোণার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করার পরে সরকারি শিশু পরিবার নেত্রকোণা কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন মহোদয়। সরকারি শিশু পরিবার নেত্রকোণার কর্মকর্তা কর্মচারী এবং শিশুরা। আলোচনা অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শিশুদের নাস্তা করানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস