সরকারি শিশু পরিবার নেত্রকোণার বার্ষিক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ২ রা জানুয়ারি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন মহোদয়, সহকারী পরিচালক জনাব মোঃ মাহবুবুল আলম খাসনবীশ মহোদয়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল খালেক তালুকদার । ১৮ ডিসেম্বর দুটি গ্রুপের মোট ১৬ টি দলের মধ্যে এই টুর্নামেন্ট শুরু হয়। দুটি গ্রুপের মধ্যে ৬৪ টি ম্যাচ শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শিশু পরিবারের ছেলে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এই বিশেষ আয়োজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস