সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণা কর্তৃক আজ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেত্রকোণা জনাব রাফিকুজ্জামান মহোদয়। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ শাহ আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আলী হায়দার ভুঁইয়া মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় নেত্রকোণা এর সহকারী পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়, জনাব হারুনুর রশিদ মহোদয়, নেত্রকোণা সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহমান, কেন্দুয়া উপজেলা সমাজসেবা অফিসার ইউনুস রহমান, বারহাট্টা উপজেলা সমাজসেবা অফিসার গোলাম হোসাইন , রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম বাতেন, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) জেলা সমাজসেবা কার্যালয় নেত্রকোনা মোন্তাসির বিল্লাহ, হাসপাতাল সমাজসেবা অফিসার, খালিয়াজুড়ি উপজেলা সমাজসেবা অফিসার, জেলা সমাজসেবা কার্যালয় এবং সরকারি শিশু পরিবার নেত্রাকোনা এর কর্মকর্তা কর্মচারীগণ। সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণা কর্তৃক আয়োজিত আজকের অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ এ ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সর্বমোট ২১ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আগত কর্মকর্তা কর্মচারীদেরও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আগত অন্যান্য অতিথিবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস