সরকারি শিশু পরিবার নেত্রকোণায় আজ শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়৷ পিঠা উৎসবে ১৪ ধরনের গ্রামীন পিঠা বানানো হয়। প্রতিষ্ঠানের ছেলেরা অত্যন্ত আনন্দের সহিত এসব পিঠা উপভোগ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব শাহেদ পারভেজ মহোদয়। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন মহোদয় । বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেত্রকোণা সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব তানিয়া তাবাসসুম মহোদয়, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল খালেক তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য জনাব মুখলেছুর রহমান, প্রবেশন অফিসার নেত্রকোনা, সদর উপজেলা সমাজসেবা অফিসারসহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও ছেলেরা। শেষে ছিল মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস