ময়মনসিংহ বিভাগের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের মাঝে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্রিকেটে চ্যাম্পিয়ন, কুচকাওয়াজে চ্যাম্পিয়ন, ডিসপ্লেতে রানার্সআপসহ বালক প্রতিষ্ঠানগুলোর মাঝে সবোর্চ্চ সংখ্যক পুরস্কার অর্জন করে সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণা। আমাদের ছেলেদের সুন্দর পারফরম্যান্সের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের জন্য শুভকামনা। দুই দিনব্যাপী অনুষ্ঠানের সরকারি শিশু পরিবার নেত্রকোণা এর সফল সমাপ্তি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের সম্মানিত মহাপরিচালক জনাব মো: সাইদুর রহমান মহোদয়, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ জনাব মোখলেসুর রহমান মহোদয় । সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মহোদয় , পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস