পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ সরকারি শিশু পরিবার নেত্রকোণার ছেলেদের মাঝে কোরান তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরা বিকালব্যাপী চলা এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস মহোদয়। এছাড়াও সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে চার জন ছেলের মাঝে চারটি সাইকেল প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ জনাব মোঃ আরিফুল ইসলাম সরদার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রাফিকুজ্জামান মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জনাব শামীমা ইয়াসমিন মহোদয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুখময় সরকার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মুন মুন জাহান লিজা মহোদয়, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় নেত্রকোনা জনাব মো: শাহ আলম মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোনা সদর জনাব আসমা বিনতে রফিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মনিরুজ্জামান দুদু, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস